মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তি মেহেরপুর শহরের লর্ড মার্কেটের রাজু ইলেকট্রিকের স্বতাধীকারী । এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন।
জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মেহেরপুর শহরের লর্ড মার্কেটের মৃত- বজলুল রহমানের ছেলে রাজু ইলেকট্রিকের স্বতাধীকারী মোঃ রাজু করোনা আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানিয়েছেন,মেহেরপুর জেলার ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পাওয়া গেছে। এর মধ্যে ১ জন করোনা পজেটিভ বলে নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়াও পার্শবর্তী বাড়ির সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন তিনি।
এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৬শ ৯৭ জনের মধ্যে ৬১টি পজেটিভ এর মধ্যে ২৩ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন।