তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সম্প্রতি প্রায় ৩শ’টি সেচপাম্প চুরির প্রতিবাদে আলোচনা সভা করেছে ভুক্তভোগীরা। আজ শুক্রবার বাদ আসর গাংনী সিদ্দিকিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের চাষী আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষির উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, দেশের প্রতিটি ইঞ্চি জমির যাতে সদ্ব্যবহার হয় সেদিকে নজর দিয়ে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। শেচ পাম্প চোর এবং যে চক্র এ চোরাই পাম্প ক্রয় করে তাদের চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি প্রত্যেককে তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে জানানোর পরামর্শ দেন।
এ সময় ৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর বদরুল আলম বুদু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুবাহান, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদসহ উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।