মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে পজিটিভ রোগী সনাক্ত করা হয়েছে। আজ বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ২০ টি প্রাপ্ত রিপোর্ট এর মধ্যে ৬ টি পজিটিভ । এর মধ্যে শহরে ৫ জন এবং মুজিবনগর উপজেলায় ১ জন পজিটিভ।
মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরপুর থেকে করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২০ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ৬ টি পজিটিভ রিপোর্ট বাকি ১৪ জনের নেগেটিভ। এদের মধ্যে মেহেরপুর শহরের চক্রপাড়ায় ৩ জন, মল্লিক পাড়ায় ১ জন, মন্ডলপাড়ায় ১ জন ও মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের ১ জন।
এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৬শ ৩৮জনের মধ্যে ৫৮টি পজেটিভ এর মধ্যে ২২ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন।
মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরপুরে নতুন করে ৬ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছে। । সেই সাথে আজ বুধবার নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৯ জনের এর মধ্যে সদর ১২, মেহেরপুর সদর হাসপাতাল ১০, গাংনী ৩৩ এবং মুজিবনগর ০৪ জন।