মেহেরপুরের মুজিবনগরে করোনা উপসর্গ নিয়ে সুফল বিশ্বাস নামে খ্রিষ্টান সম্প্রদায়ের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ২টা সময় তার মৃত্যু হয়।মৃত সুফল বিশ্বাস মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের মৃত পচাঁ বিশ্বাসের ছেলে।
মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ান আহমেদ জানান সুফল বিশ্বাস কে বেলা ২ টার দিকে তার পরিবারে লোকজন হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়ে ছিল। আমরা জানতে পারি মৃত ব্যক্তির শরিরে করোনা উপসর্গ ছিল সে জ্বর, ঠান্ডা কাশিতে ভুগছিল তাই তার সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে আগামী কাল বা পরশু তার সোয়াব পরিক্ষার রেজাল্ট আসলে বোঝা যাবে সে করোনা পজেটিভ ছিল কি না।
মৃত সুফল বিশ্বাস কে বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধায়নে স্বাস্হ্য বিধি মেনে খ্রিষ্টান ধর্মমতে দাফন করা হয়।
মুজিবনগর নির্বাহি অফিসার উসমান গনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে সতর্কতার সাথে চলাফেরা করতে অনুরোধ করেছেন।