দামুড়হুদা থেকে:
খুলনায় ডা. আব্দুর রকিব খানের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার ও কর্মচারীরা।
রোববার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে ডাঃ আব্দুর রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন, কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচী পালনকালে ডাক্তার রকিবের সম্মানে দুই মিনিট নীরবতা পালন করা হয়।কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল।
তিনি বলেন, খুলনা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন প্রবীণ কর্মকর্তা ও বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ বিএমএ এর আজীবন সদস্য ডাঃ মোঃ আব্দুর রকিব খান স্যার এর হত্যাকারীদের দ্রুতবিচার ট্রাইবুনালে বিচারের দাবীতে কেন্দ্রীয় বিএমএর সাথে একাত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা বিএমএ এর পক্ষে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দামুড়হুদা ,চুয়াডাঙ্গা পরিবার কালো ব্যাজ ধারণ,অন্যান্য কর্মসূচি পালন সহ বিদেহীর আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেইসাথে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন ডাঃ ফারহানা ওয়াহিদ আবাসিক মেডিকেল অফিসার,ডাঃ মুকবুল হাসান মেডিকেল অফিসার, ডাঃ ওয়ালিদ ডেন্টাল সার্জন, মোহাম্মদ আবুল কাসেম স্বাস্থ্য পরিদর্শক,মোহাম্মদ কামাল উদ্দিন স্বাস্থ্য পরিদর্শক ও মোহাম্মদ জামাত আলি স্যানেটারী ইন্সপেক্টর।
উল্লেখ্য, গত ১৪ জুন নগরীর গল্লামারী মোড় এলাকায় রাইসা ক্লিনিকে সিজার হয় বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ নগরের আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগমের। শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে খুলনা মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। একপর্যায়ে পথিমধ্যে মৃত্যু হয় তার।
এতে ক্ষিপ্ত হয়ে রাতেই ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসার মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসক রকিবকে ব্যাপক মারধর করেন শিউলির স্বজনেরা।
এ সময় আশপাশের মানুষ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডাঃ রকিব খান।