মেহেরাব হোসেন অপি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার স্বার্থে ছাত্রদের বেতন মওকুফ,সকল সরকারি বেসরকারি স্কুল, কলেজ বন্ধ, ভার্চুয়াল ক্লাস,পরীক্ষা বন্ধের দাবি নিয়ে স্মারক লিপি প্রদান করেছে তারা l
মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখিত, কিন্টারগার্ডেন সরকারি বেসরকারি স্কুল কলেজ পর্যায়ের টেলিভিশন অনলাইনে কিছুটা ক্লাস কার্যক্রম চালু থাকলেও সেটি সবার কাছে পৌঁছাচ্ছে না।
এটির অন্যতম কারণ স্কুলগুলোর এক-তৃতীয়াংশ শিক্ষার্থী অর্থনৈতিক অসচ্ছল পরিবার থেকে আসা, বেশির ভাগ শিক্ষার্থী বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছে, তাদের অনেকেরই স্মার্ট ফোন ইন্টারনেট ক্রয় করার আর্থিক সামর্থ্য নেই, অনেকের এলাকায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে, এছাড়াও শিক্ষার্থী টিউশনি করে শিক্ষার ব্যয় নির্বাহ করে সেটাও করোনা মহামারীর কারণে সম্ভব হচ্ছে না। উপরোক্ত কারণে বেতন মওকুফ ভার্চুয়াল ক্লাস বন্ধের দাবি নিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা ছাত্রদল।
এছাড়াও কর্মহীন ছাত্র, অভিভাবকদের জীবিকা রক্ষায় জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রদল এর সাধারণত সম্পাদক আলমগীর হোসেন সিনিয়র সহ-সভাপতি মাসুদ ক্যালিম ডন, সহ সভাপতি,আকিব জাভেদ সেনজির, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার,
মেহেরপুর জেলা ছাত্রদল এর আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন,মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদল এর আহ্বায়ক বখতিয়ার বিন খালিদ মেহেরপুর সদর উপজেলা ছাত্রদল এর আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজন সহ ছাত্র দলের নেতৃবৃন্দ।