মেহেরপুর নিউজ:
করোনা উপসর্গ নিয়ে রশিদা বেগম (৬০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রশিদা বেগম মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আক্কাস আলীর স্ত্রী। শনিবার দুপুরের দিকে গাড়াবাড়িয়া গ্রামের তার নিজ বাড়িতে মৃত্যু হয়।
রশিদা বেগম সম্প্রতি জ্বর ঠান্ডা কাশি নিয়ে ঢাকায় তার মেয়ের বাড়ি থেকে নিজ গ্রাম গাড়াবাড়িয়ায় পৌঁছায়। শনিবার দুপুরের দিকে নিজ বাড়িতে তামার তার মৃত্যু হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডা: সাদিয়া সুলতানা জানান,করোনা উপসর্গ নিয়ে রশিদা বেগমের মৃত্যু হয়েছে এমন সন্দেহে উর্দ্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছেনা।