মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করায়
১ মাংস বিক্রেতা সহ মোট ৪ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্তের নেতৃত্বে গাংনী বাজার অভিযান চালানো হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করার দায়ে সংক্রামক রোগ আইন, ২০১৮ এর ২৫(২) ধারা অনুসারে ৩ জনকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুসারে ১ জনকে ২ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।