মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের এসএসসি-২০২০ সালের জিপিএ ৫ পেয়ে গৌরবের সাথে উত্তীর্ণ হওয়া মেঘলা মন্ডলের দুই বছরের লেখাপড়ার খরচ এর দায়িত্ব নিলো মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা)।
বুধবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে নির্বাহী অফিসার ওসমান গনির উপস্থিতিতে মেসডার সদস্যরা মেঘলা মন্ডলের লেখাপড়া খরচের দায়িত্বর সম্মতি প্রকাশ করে।
রতনপুর গ্রামের চা বিক্রেতা দরিদ্র ও শারীরিক ভাবে অক্ষম গর্বিত বাবা মাইকেল মন্ডলের মেয়ে মেঘলা মন্ডল। তার স্বপ্ন সে ডাক্তার হবে। কিন্তু আর্থিক অনটনের কারণে সেই স্বপ্ন অনেকটাই অধরা। গত ৮ জুন ২০২০ তারিখে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুক ওয়ালে মেঘলাকে নিয়ে একটি পোস্ট দেন।
পোস্টটি দেখে মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) এর পক্ষ থেকে তার আগামী ২ বছরের পড়াশোনার সার্বিক দায়িত্ব নেওয়া হয় এবং তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে মেহেরপুরের সকল শিক্ষার্থীর প্রাণের স্পন্দন মেসডা পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করে। ধারাবাহিক ভাবে মেহেরপুরের শিক্ষার্থীদের পাশে মেসডা ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি,, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেসডার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটন, মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেসডার সাবেক সভাপতি এম আর মুকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, মুজিবনগর উপজেলার মেসডার সদস্য মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।