ঝিনাইদাহ,কালীগঞ্জ, মোঃ আব্দুর রহমান(পিয়ার):
হরেক রকম শিক্ষা পেলাম
এই করোনায় ভাই,
কাঁদলো মানব দেখলো জগৎ
চায়গো বাঁচার ঠাই।
অর্থ নেশায় পাগল মানুষ
যতই গুনুক টাকা,
প্রাণটা বিহীন এই দুনিয়ায়
রাজ্য সেথায় ফাঁকা।
ঈদুল ফিতর,বৈশাখ গেলো
নাইগো মনের সুখ,
করোনা রোগের আতঙ্কে আজ
কাঁপছে সবর বুক।
কোন পালোয়ান এই দুনিয়ায়
পাওনা রোগের ভয়,
এতো টাকার পাহার তবুও
বুকের কাঁপন হয়!
বুঝলে এবার সজাগ থাকুন
সকল মানব জাতি,
স্বার্থ ছাড়াই বাঁচতে শিখুন
জ্বলবে সুখের বাতি।