তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের মোরজাননেছা দূরারোগ্য ব্যাধির সাথে লড়তে লড়তে হাপিয়ে উঠেছেন। বর্তমানে বিছানাগত অবস্থায় তিনি কোনভাবে বেঁচে আছেন।
দুই ছেলে ও স্বামী নিয়ে তার সংসার। দুই ছেলের মধ্যে একজন বেকার ও আরেকজন মানুষিক ভারসাম্যহীন প্রতিবন্ধী এবং স্বামী দিনমজুর। দিনমজুর স্বামী মহাসীন আলীর একার উপার্জনের উপর নির্ভর করেই চলে চার সদস্যর এ হতদরিদ্র পরিবারটি। প্রতিবেশীরা কিছুটা সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এক আধ বেলা দুমুঠো ভাত জুটলেও সামর্থ্য হয়ে ওঠেনা ঔষধ কেনার।
তারপরও লকডাউনের কারণে প্রতিদিন চলে না স্বামীর দিনমজুরের কাজ। ফলে এক আধ বেলা অর্ধাহারে অনাহারেও থাকাটা যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। নুন আনতে পানতা ফুরায় উপরোন্ত রয়েছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মোরজাননেছা ও মানুষিক ভারসাম্যহীন ছেলের ঔষধ কেনার চাপ। সব মিলিয়ে ছিল্লি হতে বসেছে পরিবারটি। পরিবারটির পক্ষ থেকে সমাজের যাঁরা বিত্তবান রয়েছেন তাদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে আকুল আবেদন করেছেন পরিবারের সদস্যরা।
যদি কোন সুহৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান বা সামাজিক সংগঠন সাহায্য করতে আগ্রহী হন তাহলে নিচের বিকাশ নম্বর 01709344093 (সুমন) টিতে যোগাযোগ করুন। আপনার সামান্য দানে বাঁচতে পারে না খেয়ে থাকা ৪ জন মানুষ ও হতদরিদ্র একটি পরিবার। (সকলকে ব্যাপক শেয়ারের জন্য অনুরোধ করা হল)