মেহেরপুর নিউজ:
করোনাভাইরাস (কোভিড–১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলার সরকারি আইন অমান্য করে মাস্ক বিহীন বাইরে বের হওয়া দায়ে মেহেরপুর শহরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকেলে দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় আদালত বসানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে বিকালে শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন বাইরে বের হওয়ায়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, করোনাভাইরাস (কোভিড–১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন–২০১৮ অনুযায়ী ৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় চার ব্যক্তির নিকট থেকে ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।
সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় চার ব্যক্তির নিকট থেকে ৬শ টাকা জরিমানা আদায় করা হয়