মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে নতুন করে দুজন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন।
আক্রান্তরা হলেন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের দুলাল হোসেন (৩০) ও সাহারবাটি গ্রামের আল আমিন (৩৫)। মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান,আক্রান্ত দুজনের বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে।
তবে আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হচ্ছে। এছাড়া আক্রান্তদের বাড়ি সহ পার্শবর্তী কয়েকটি বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।
সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৪১ রিপোর্ট এসেছে যার মধ্যে ২ টি পজেটিভ বাকি ৩৯ টি নেগেটিভ । এ নিয়ে মেহেরপুর জেলায় ৭শ ১৩ জনের মধ্যে ৭ টি পজেটিভ এবং ২ জন সুস্থ হয়েছে।