কালীগঞ্জ,ঝিনাইদাহ, মোঃ আব্দুর রহমান(পিয়ার):
============================================
করোনা এখন যুদ্ধ ত্রাসের নাম
বিশ্বটা তাই রণাঙ্গনের মাঠ,
মানব পরাণ সস্তা সেথায় দাম
দুনিয়া এখন কসাইখানার হাট।
গুনতে,গুনতে আসছে রোজার ইতি
কাঁদছে মানব খোদার নিকট খুবি,
ঈদুল ফিতর ভাবায় খুশির রীতি
হতাশ হৃদয় দেখছে ক্ষীন ছবি।
ঈদের সময় চলবেনা আর গাড়ি
জায়গা মতন থাকবে কর্ম জীবি,
নাড়ীর টানে ফিরবেনা আর বাড়ী
বাঁচতে মানুুন নিয়ম কানুন সবি।
মসজিদে সব নামাজ এবার হবে
পড়বেনা কেউ নামাজ মুক্ত মাঠে,
নামাজ সবাই জায়নামাযে পড়বে
বুকের মিলন চলবেনা আর বটে
ত্রান বিলাতে আছেন মহৎ কাজে
বিলিয়ে দিবেন দুঃখী মানব হাতে,
গরীব মুখের খাবার কাড়াই বাজে
লাজুক কর্মে থাকবেনা কেউ সাথে।
——সমাপ্ত———