তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়ীতে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করছেন। আজ রোববার সকাল ১০ টার দিকে হাড়াভাঙ্গা দাড়ি পোড়ার মাঠে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা খেজমত আলী নামের এক প্রবাসীর ধান কেটে বাড়ীতে পৌঁছে দেয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানকাটা কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে অসহায় গরীব চাষীদের ফসল তাদের ঘরে তুলে দেওয়ার যে নির্দেশনা তারই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবকলীগের সদস্যরা নিরলস ভাবে কাজ করে চলেছেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সোবাহান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন জেলা সদস্য রিপন, কাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রতন আলী, (তিনি ইতোপূর্বে এলাকার বিত্তবান, প্রবাসীদের নিকট থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা এং নিজস্ব অর্থায়নে ৩ শ’টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন)।
আজকের এ ধান কাটা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুল আলম টনি, সাংগঠনিক সম্পাদক সজল, স্বেচ্ছাসেবকলীগের নেতা আরিফুল ইসলাম, সাজাহান আলী, নয়ন আলী, সুমন আলী, ইলিয়াস হোসেন, সুরোজ ও সামিরুল ইসলাম প্রমুখ।