মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দেওয়ার পর সেই ধান মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের কারণে কর্মহীনতার কারণে মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগ কৃষকের ধান মাড়ার উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে কৃষক আলিমুদ্দিনের এর দুই বিঘা ধান কেটে দেয়ার পর মাড়াই করে কৃষকের ঘরে পৌছে দেয়া হয়।
ধান মাড়াই ও ঘরে পৌঁছে দেওয়ার কাজে অন্যদের মধ্যে সদর উপজেলা কৃষকলীগের কোষাধক্ষ্য মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ বাবলু, মহিদুল ইসলাম ডাকু, সোহরাব হোসেন হাসিব, পলাশ, উজ্জল সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।