মেহেরপুর নিউজ, এস এম মেহেরাব হোসেন:
ঈদ মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব । প্রতি বছর ঈদকে কেন্দ্র করে সবচেয়ে বড় প্রস্তুতি নিয়ে থাকেন দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা। কারণ ঈদ মানেই নতুন পোশাক। বাঙালির ঘরে ঘরে ছেলে-বুড়ো, তরুণ-তরুণী, মা-বোন সবার জন্য চাই নতুন পোশাক। ফলে ঈদের এক মাসেই বছরের বাকি ১১ মাসের সমান বেচাকেনা হয়।
প্রতিবছর রোজার দিন পনেরো আগ থেকে ঈদের কেনাকাটা শুরু হয়। ঈদ কাছাকাছি আসতে থাকলে কেনাকাটা বাড়তে থাকে। চলে চাঁদরাত পর্যন্ত। দুই ঈদ ঘিরে পোশাক, জুতা, প্রসাধনী, জুয়েলারি, ঘর-গৃহস্থালিসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর সবচেয়ে বড় বাণিজ্য হয়।
এবার মহামারী করোনার প্রকোপে সারা বিশ্বেই বিষন্ন ঈদ আসতে চলেছে। কিন্তু মেহেরপুর শহরের মার্কেট গুলোর চিত্র সে কথা বলছে না। সবাই দলবেঁধে কেনাকাটা নিয়ে ব্যস্ত। মেহেরপুরের সামাজিক দূরত্ব মানছে না কেউই, জমে উঠেছে ঈদের বাজার।
বিশ্বে করোনা ভাইরাস এর ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশও দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, একই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা।
দীর্ঘ ৪৬ দিন লকডাউনের পর ঈদের কেনাকাটার জন্য বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে খোলা হচ্ছে দেশের শিল্প-কারখানাসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান। কেনাকাটার নিয়ম নীতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার কথা বললেও মেহেরপুরের সামাজিক দূরত্ব মানছে না কেউই জমে উঠেছে ঈদের বাজার। সোমবার সকালে মেহেরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মানুষ সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটায় ব্যস্ত।
মিল্টন ফ্যাশন স্বতাধাকারী মিজানুর রহমান মিল্টন বলেন, এবারে ভিন্ন প্রেক্ষাপটে ঈদের মতো বড় ধর্মীয় উৎসব হতে যাচ্ছে। করোনার মতো মহামারির মধ্যে ঈদকেন্দ্রিক ব্যবসা করা সম্ভব নয়। করোনার জন্য এবারের ঈদে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। অল্প সময়ের মধ্যে এ ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের পক্ষে কঠিন হবে।