তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
সারা দেশে সরকারি ও বেসরকারি ভাবে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন গ্রামের ৩ শ’টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে আপ্যায়ন হোটেলের স্বত্বাধিকারী প্রয়াত সিরাজুল ইসলামের মার্কেটের সামনে থেকে এ খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসএসসি ২০০০ ব্যাচের উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে (বর্তমানে যাঁরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ ও কর্মকাণ্ডের সাথে জড়িত) সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হুমায়ুন কবির, নিটল মটরস এর সিনিয়র অফিসার মিল্টন, বাংলাদেশ সোনালী ব্যাংক গাংনী শাখার সিনিয়র অফিসার রাসেল ও গাংনী বাজারের আমিরুল মার্কেট এবং প্রভাতী বিউটি পার্লারের স্বত্বাধিকারী সোমা ইসলাম। বক্তারা বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষও নোভেল করোনা ভাইরাসে ক্রমাগত আক্রান্ত হয়ে চলেছে।
বিশ্বের উন্নত দেশগুলোও অদ্যাবধি কোন প্রতিষেধক আবিষ্কার করতে পারে নাই। সে ক্ষেত্রে বাংলাদেশের মত একটি উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশকে এ বিশ্বের দরবারে টিকে থাকতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই সরকারি নিয়ম-নীতি মেনে প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। সেই সাথে ঘর থেকে বেরোলেই শারীরিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে। বক্তারা এ সমাজে যাঁরা বিত্তবান রয়েছেন তাদেরকে জাতির এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পরে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভ্যানযোগে খাদ্য সহায়তা নিয়ে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে প্রদান করা হয়। এ সময় ওই ব্যাচের কিছু অসচ্ছল শিক্ষার্থীদের হাতে খাদ্য সহায়তার পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তার তালিকাতে চাল, ডাল, আটা, তেল, প্যাকেট সেমাই, চিনি, প্যাকেট দুধ, প্যাকেট লবণ ও একটি করে সাবান স্থান পেয়েছে।উল্লেখ্য যে, সোমা ইসলাম গত মাসে তার ব্যক্তিগত অর্থ সহায়তায় প্রায় ২শ’টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।