মেহেরপুর নিউজ:
মেহেরপুরে কাল বৈশাখী ঝড়ে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার ভোরের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। দিনের বেলা প্রচন্ড ভ্যাপসা গরমের পর ভোরের দিকে সেহেরী খাওয়ার পরপরই মেহেরপুরের আকাশে মেঘ জমতে থাকে। এরপর শুরু হয় ঝড়ের তান্ডব সাথে ভারী বর্ষণ।
প্রচন্ড ঝড়ের কারণে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ ভেঙে পড়ে থাকতে দেখা গেছে, মাঠে মাঠে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে ঝড় এর পাশাপাশি প্রবল বর্ষণের ফলে মেহেরপুরের বিভিন্ন এলাকাতে পানি জমে থাকতে দেখা গেছে। ঝড়ে উঠতি ফসলের পাশাপাশি বিপুল পরিমাণ আম ঝরে পড়ে। করেনা ভাইরাসের কারণে এমনিতেই মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তার ওপর ঝড় ও ভারী বর্ষণের ফলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।