তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ অভ্যন্তরে চা দোকান খুলে চা বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দণ্ডাদেশ দেন। আসামিরা জনসমাগম সৃষ্টি করে সরকারি আদেশ অমান্য যা দন্ডবিধি ১৮৬০ এর ২৯ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ ৭(২) ধারার বিধান মতে ভ্রাম্যমাণ আদালত দোষী সাব্যস্ত করে ২ আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
আগামীরা হলো- গাংনী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মৃত আমিরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩৫) ও চৌগাছা গ্রামের হযরত আলীর ছেলে মুন্না।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান।
দন্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।