গোপালগঞ্জ, কাশিয়ানী, মোঃ ইব্রাহিম মোল্লা:
চাউল উত্তোলন করে আত্মসাতের করার অভিযোগে দুদকের মামলার আসামি নড়াইল ডিবি পুলিশের হাতে গ্ৰেফতার। কালিয়া থানার পেড়লী ইউনিয়নের চেয়ারম্যন জারজিদ মৃত ব্যক্তির নামের তালিকা করে প্রতিমাসে ৪০,৮০০ চাউল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিল।
বিষয়টি দুদুকের নজরে আসলে দুদুক বিষয়টি তদন্ত পূর্বক উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রুজু করেন। মামলা রুজু করে আসামি গ্রেপ্তারের জন্য নড়াইল সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) কে পত্রের মাধ্যমে আসামিকে গ্রেফতার করার অনুরোধ করেন।
পুলিশ সুপারের গোপন সংবাদের ভিত্তিতে অদ্য শুক্রবার দুপুর ১২ টার সময় নড়াইল জেলা গোয়েন্দা শাখা এএসআই আনিসের নেতৃত্বে একটি টিম উত্তর চেয়ারম্যানের নিজ বাড়ি হইতে গ্রেপ্তার করেন। পুলিশ সুপার তার বক্তব্য বলেন অপরাধী যে দলের হোক না অপরাধ করে কেউ রেহাই পাবে না আইনের আওতায় তাকে আনা হবে।