জুলফিকার আলী কানন :
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ বিষয়কে নিয়ে একটি ছোট্ট লেখার জন্য মাথায় ঘুরপাক খাচ্ছে বেশ কয়েক দিন থেকে। কিন্তু কোথা থেকে লেখাটা শুরু করবো এটা ভাবতে অনেক সময় পার করতে হলো। বিষয়টি নির্ধারণ করতেও কষ্ট হলো অনেক।
কারণ, এটি এখন এতটাই কমন হয়ে দাঁড়িয়েছে যে বিজ্ঞ জনেরা সবাই এ নিয়ে ব্যাপক কথা লিখছেন।তুলে ধরছেন নানা ধরনের পরামর্শসহ দিক নির্দশনা।আমাদের দেশের মিডিয়া হাউসগুলোও করোনা ভাইরাসটিই অধিক গুরুত্ব দিয়ে তুলে ধরছেন আপডেট তথ্য।এছাড়া করোনা যুদ্ধে কাজ করছেন চিকিৎসক, পুলিশ, সাংবাদিকরা। ইতোমধ্যে এই তিনটি শ্রেনীর মানুষ এযুদ্ধে তাদের জীবন বিলীয়ে দিয়েছেন।
রাস্ট্রের উঁচু পর্যায় থেকে শুরু করে গ্রামের খেটে খাওয়া মানুষ এমনকি দিন মজুর কুলি বা ফকির মিসকিনরাও আজ এই মহামারীর ভয় ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন।
তবে, সরকার এবং সরকারের সবগুলো উইংস, রাজনৈতিক দলসমূহ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণ, এনজিও প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেচ্ছাসেবি সংগঠণসহ সমাজের সকল স্তরের নেতৃবৃন্দ এগিয়ে আসছেন এই বৈশ্বিক মহামারী মোকাবেলাতে।
বিশ্বের ধনী ধনী রাস্ট্রগুলো আজ বিধস্ত হয়ে পড়েছে কোভিড-১৯ এর তান্ডবে।চীন, আমেরিকা, লন্ডন, ইটালী, ফ্রান্সসহ বিভিন্ন রাস্ট্রে লাশের স্তুপ জমেছে। লাশের স্তুপে দিশেহারা হয়ে পড়েছেন ওই রাস্ট্রগুলো।অথচ, এসব রাস্ট্রগুলো অর্থনৈতিকভাবে স্বচ্ছল, শিক্ষা দীক্ষায় এবং সামাজিক সচেতনতায় রয়েছে উচ্ছ শিখরে।সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি তা সহজেই অনুমেয়।
২০২০ সালের ১২ জানুয়ারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছিল চীনের হুবেই প্রদেশের উহান শহরে মানুষের জন্য নভেল করোনা ভাইরাস শ্বাসকষ্টের একটি কারণ ছিল।এর পর চীনে প্রথম নভেল করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে। তারপর শুরু হয় একের পর এক রাস্ট্র।ছড়িয়ে পড়ে পৃথিবী ব্যাপি এ ভাইরাসটি।
বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীটির প্রথম সংক্রামণ ঘটে ৮ই মার্চ। আজ প্রায় ২ মাস হতে চললো এদেশে।
গত মার্চ মাসের ২২ তারিখে, বাংলাদেশ সরকার ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল যা ২৬ মার্চ পরে আবার সেটা বাড়িয়ে- ৪ এপ্রিল পর্যন্ত কার্যকর করা হয়েছিল। অবস্থার পরিপেক্ষিতে পরবর্তীতে তা ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধীত করা হয়। পুনরায় তা ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধীত করা হয়। নতুন করে আবারও সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে ৫ মে পর্যন্ত। সাম্প্রতিক সময়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এক ঘোষণায় বলেছেন, অবস্থার উন্নতি না হলে সেপ্টম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে।
করোনা পরিস্থিতি দিন দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে এটা আমরা সহজেই ধরে নিতে পারি। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সরকার নানা ধরনের পদক্ষেপও নিয়েছে।এর মধ্যে বিভিন্ন সেক্টরের জন্য প্রনোদনা প্যাকেজ, অসহায় কর্মহীন মানুষের জন্য ত্রাণ ও চিকিৎসার জন্য হাসপাতাল প্রস্তুত।এক্ষেত্রে বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও বড় বড় কোম্পানীগুলোও এগিয়ে এসেছে সরকারের সহযোগীতায়।
একটা প্রশ্ন বার বার ঘুরে ফিরে আসছে আমার কাছে। যারা নিজেকে সুশীল সমাজের দাবী করে থাকেন।এই বৈশ্বিক সমস্যায় তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছেনা।তবে এই বৈশ্বিক চ্যালেঞ্জে এগিয়ে এসেছে যুব সমাজ।
এখন পত্রিকা খুললে দেখতে পাই আমাদের যুবকরা দেশের এই ক্রান্তিলগ্নে মানব সেবায় এগিয়ে এসেছে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অসহায় কর্মহীনদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যুবকরা। তাদের নিজের পকেট খরচের টাকা দেওয়ার পাশাপাশি বিত্তবানদের কাছে হাত পেতেছে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।অসহায়দের মুখের খাবার তুলে দিতে সকল ধরনের ভয়ভীতি দুর করে ছুটে গেছে চাল ডাল আর আলু নিয়ে।
বিশ্বায়নের এ সময়ে এ যুব জনগোষ্ঠী সবচেয়ে বেশি পরস্পরের সঙ্গে সংযুক্ত, স্পষ্টবাদী ও উন্মুক্তমনা। এ বিশাল জনগোষ্ঠী আমাদের জন্য শুধু ভবিষ্যৎই নয়, বর্তমানও বটে। তারা ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী বাহক হিসেবে কাজ করছেন।
যুব সমাজের একটা বড় অংশ তাদের কর্মদক্ষতা, সৃজনশীলতা, একনিষ্ঠতা দিয়ে মানুষের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের চার পাশে তাকালে এখন তুখোড়, মেধাবী, দক্ষ, সৃষ্টিশীল যুবকরা মানুষের পাশে এসে দাঁড়ানো দেখতে পাবো।
ইতিহাস বলে, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ সব আন্দোলন-সংগ্রামেই আমাদের যুবকরা সবচেয়ে গৌরবময় ভূমিকা রেখেছে। আবার দেশের যে কোনো দুর্যোগের সময় যুবকরা অবারিত চিত্তে অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। এই করোনা ভাইরাসের সময়েও তাদের পাশে পেয়েছে জাতী।
তাই এখন সময়ের দাবী উঠেছে, যুব সমাজকে রাজনৈতিক ঢাল হিসেবে দল-মত নির্বিশেষে ব্যবহার সম্পূণরুপে বন্ধ করে গ্রাম পর্যায়ের যুবকদের উদ্দীপ্ত করতে বিভিন্ন ধরনের আদর্শভিত্তিক উদ্যোগ নিতে হবে।