মেহেরপুর নিউজ:
টানা ২৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বানি আমিন বিশ্বাস। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুর কালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
গত ২৩ মার্চ সকালের দিকে মেহেরপুর-কাথুলী সড়কের ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশে।এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বনি আমিন বিশ্বাস মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ওই দিনই ১ টা ৪০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে বনি আমিন বিশ্বাসকে ঢাকায় নেয়া হয়।
বানি আমিন বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশে বিপরিদগামী আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বানি আমিন বিশ্বাস মারাত্মক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যাওয়া সহ কানে আঘাত পান ।
এদিকে বনি আমিন বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেহেরপুর জেলায় শোকের ছায়া নেমে আসে। কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইদ্রিস আলী জানান মরহুমের জানাজায় লোকসমাগম না করার জন্য আমরা সকলের প্রতি অনুরোধ জানিয়েছি। তিনি বলেন লাশ আসার পর শুধুমাত্র তাকে একনজর দেখার সুযোগ দেয়া হবে। করোনা ভাইরাসের কারণে বড় আকারে জানাজা করা থেকে বিরত রাখা হবে বলে তিনি জানান।
বানি আমিন বিশ্বাসের মৃত্যুতে মেহেরপুর নিউজ পরিবার, অরণি থিয়েটার সহ মেহেরপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ করেন।