মেহেরপুর নিউজ:
অবশেষে মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামের চম্পা হত্যা নাটকের আসল রহস্য উদঘাটন হয়েছে। চম্পার স্বামী জুয়েল চম্পা কে হত্যা করার পর ডাকাতের ঘটনা সাজালেও জুয়েল রানা তার স্ত্রীকে হত্যা করেছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার জুয়েল রানাকে পুলিশ আটক করার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার স্ত্রীকে খুন করেছে। পরে রবিবার মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে পুলিশ জানায়।
জুয়েল রানা বলেন, তার স্ত্রী চম্পা খাতুন ও তার শ্বশুর মিলে দুটি এনজিও থেকে ১ লক্ষ ৯৬ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এনজিও থেকে ঋণ গ্রহণ করা ওই ঋণের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের সূত্র ধরে গত বুধবার দিবাগত রাতে চম্পা খাতুন কে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ টেনেহিঁচড়ে বাইরে এনে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে। বিষয়টি অন্য খাতে প্রবাহিত করার জন্য জুয়েল তার নিজের শরীরে কয়েকটি আঘাত করে। পরে তার স্ত্রীর লাশ পার্শ্ববর্তী বাঁশ বাগানে নিয়ে চিৎকার শুরু করে।
প্রাথমিক পর্যায়ে বিষয়টি ডাকাতির ঘটনা বলা হলে পুলিশের সন্দেহ হয়। এ ঘটনায় চম্পার পিতা বাদী হয়ে স্বামী জুয়েলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১১।তাং ১৫/৪/২০২০।
এদিকে মামলা দায়েরের পর পরই পুলিশের সন্দেহ হয় জুয়েলের উপর। পরে শনিবার পুলিশ তাকে আটক করে। এদিকে রবিবার তাকে আদালতে নেয়া হলে জুয়েল মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শাহিন রেজার আদালতে ১৬৪ ধারাই তার স্ত্রীকে হত্যা করার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।