মেহেরপুর নিউজ:
করোনাভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষায় মেহেরপুরের কারো শরীরে এখন পর্যন্ত করোনা ভাইরাস এর কোনো জীবাণু পাওয়া যায়নি।
মেহেরপুর জেলা থেকে মোট ৩০৯ জনের সোয়াব পরীক্ষা করার জন্য ঢাকা আইইডিসিআর সোয়াব ( নাক ও গলার কফ) পাঠানো হয়েছিল।
এরমধ্যে রবিবার পর্যন্ত ১৬০ জনের সোয়াব পরীক্ষা শেষে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি বলে রিপোর্ট প্রদান করা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে মেহেরপুরের বিভিন্ন এলাকার মোট ৩০৯ জনের সোয়াব পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। এদিকে সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন সকলকে সামাজিক দূরত্ব ৩ ফুট নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়ে বলেন, এখন পর্যন্ত এই জেলায় কোন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়নি তারপরেও সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে।