গোপালগঞ্জ কাশিয়ানী মোঃ ইব্রাহিম মোল্লা:
করোনা ভাইরাসের কারণে কাশিয়ানীতে চলছে লকডাউন। সাধারণ মানুষের কাজকর্ম বন্ধ। দোকান খুলতে পারছে না ব্যবসায়ীরা। অসহায় আর বেকারত্ব নিয়ে জীবনধারণ করছে অসংখ্য জনসাধারণ।
লকডাউনের কারণে বন্ধ থাকায় কাশিয়ানী বাসস্টান্ডে নিজের মালিকানাধীন ১৫টি দোকান ভাড়া মওকুফ করেছেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু।
এ বিষয়ে আনোয়ার হোসেন আনু বলেন, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, আর আমি এই বিপদে আমি কিছু মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, প্রতি মাসেই আমার ভাড়াটিয়ারা তাদের কষ্টে অর্জিত অর্থ আমাকে ভাড়া হিসেবে প্রদান করে, আর এই দু:সময়ে আমি তাদের ভাড়া মওকুফ করে তাদের কষ্টে কিছুটা সঙ্গী হতে চেষ্টা করছি। যতদিন লকডাউন চলবে ততদিন ১৫টি দোকানের ভাড়া তিনি নিবেন না বলেও জানান।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের নির্দেশে বাড়িতে অবস্থান করা অভুক্ত, অসহায়, দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু। সহস্রাধিক পরিবারের মাঝে নিজের অর্থে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এরও আগে কাশিয়ানী সদর ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন আনু।