মেহেরপুর নিউজ:
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আকারে কর্মসূচি ঘোষণা করা হয়েছে । মুজিবনগর দিবস ২০২০ উদযাপন সংক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে সরকারের স্বাস্থ্যবিধি-নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণপূর্বক সীমিত সংখ্যক উপস্থিতিতে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনিসহ পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসটি পালন করা হবে এবং এ উপলক্ষ্যে নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। এর পরপরই জাতীয় পতাকা উত্তোলন
, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ৭৩, মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জনাব ফরহাদ হোসেন এম,পি,র পক্ষে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ,জেলা প্রশাসন, মেহেরপুর এর পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, মেহেরপুর জেলা পুলিশ এর পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, বাংলাদেশ আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠন, বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য দপ্তর কর্তৃক সুবিধাজনক সময়ে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি/নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার জন্য এবারের মুজিবনগর দিবসে মেহেরপুর ব্যতীত অন্য কোন জেলা থেকে কোন ব্যক্তিকে মুজিবনগরে না আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে অনুরোধ করা হয়।