মুজিবনগর প্রতিনিধি, কে এম হাসান:
মুজিবনগর উপজেলায় তাবলিক জামাতের ১৭ জন সহ ২৪ জন হোম কোয়ারাইন্টিনে রয়েছে। এদের মধ্যে তাবলিক জামাত থেকে ফিরে আসা আনন্দবাস,বাগোয়ান,ঢোলমারী,জয়পুর ও বল্লভপুর গ্রামের ১৭ জন সহ ঢাকাসহ ঢাকার বাইরে থেকে আসা মোনাখালী গ্রামের রয়েছে ৭ জন।
যাদের ভিতরে ঢাকা থেকে আসা মোনাখালী গ্রামের ৭ জনকে নিজ নিজ ঘরে হোম কোয়ারাইন্টিনে রাখা হয়েছে ও তাবলিক থেকে আসা ১৭ জনকে একই সাথে সরকারী প্রতিষ্ঠান আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। যা সর্বাক্ষনিক প্রশাসনের নজরদারিতে থাকছে।
পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ সেখানে নজরদারি করছেন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, গত বুধবার রাতে জানতে পারি মুজিবনগর থেকে তাবলিক জামাতের টিম সুনামগন্জ জেলার ছাতক উপজেলার হাসনাবাদ জামে মসজিদ থেকে ৪০ দিন চিল্লায় থাকার পর করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় তাদের বাসায় তাদের নিজ নিজ বাড়িতে চলে আসতে বলা হয় । কিন্তু যানবাহন না চলায় তারা কেউ আসতে পারছিল না। পরে মুজিবনগর থেকে কাচামালের যাওয়া গাড়ির সাথে কথা বলে তারা সেই গাড়িতে চলে আসার জন্য পাড়ি জমায়।
পরে তাদের সাথে সর্বাক্ষানিক যোগাযোগ রেখে তাদের মুজিবনগর নিয়ে আসা হয়। বৃহস্প্তিবার ভোরে যখন তারা মুজিবনগরে পৌছায় তখন তাদের একজায়গায় করে আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়ারাইন্টিনে থাকতে বলা হয়।
এবং ঢাকাসহ ঢাকার বাইরে থেকে আসা মোনাখালী গ্রামের ৭ জনকে তাদের নিজ বাসায় হোম কোয়ারাইন্টিনে থাকতে বলা হয়েছে।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, তাবলীক জামাতের সদস্যদের হোম কোয়ারাইন্টিন নিশ্চিত করা হয়েছে। ১৪ দিন তারা হোমকোয়ারাইন্টিন পালন করবে। তারপর যে যার মত বাসায় চলে যাবে। এদিকে তাদের নজরদারী করতে সর্বাক্ষানিক পুলিশ রয়েছে।