আমিনুল ইসলাম
=================
অচেনা শহর, ছেড়ে চলে নিজ গতিতে
নেই কোন কোলাহল।
চেনা মানুষ অচেনা হয়
আজ পৃথিবীতে।
যান্ত্রিক শহর, শূন্য মানব সমাজ
থমকে আছে পৃথিবী জুড়ে,
বিশ্ব আজ।
অশ্রু ভেজা ভিড়ে, নেই আপন রুপ
বিলুপ্ত হয়ে গেছে বন্ধন।
বন্ধি সমাজ, নির্ধারিত সময়ে
জানালায় দাঁড়িয়ে গল্প শুনে।
কাছে থাকা মানুষ আজ বহুদূরে!
একাকিত্ব বোধ আজ ছন্দ হারিয়েছে
চেনা শহরে, যাবে সেই মৃদু হেসে
ফিরতে চাই আপন রুপে
ভোরের কাকের ডাক যেন নিস্তব্ধতা
আলো নেই আপন ভুবনে।
চারপাশের আলোড়ন নেই
পাব কি? আগের কল্পনা পৃথিবী