মেহেরপুর নিউজ :
করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিনমুজুর, দরিদ্র শ্রেনীর লোকেরা । এ মহূর্তে চোখের সামনে অন্ধকার ছাড়া তারা কিছুই দেখতে পাচ্ছেন না। চোখের পলকেই আয়ের সামান্য পথটুকুও সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছে৷ আর সেসময় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (মেসডা)।
মেসডার এই মহৎ কাজে সহযোগিতায় এগিয়ে এসেছেন সমাজের সচেতন অনেকেই । সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিকাশ এবং রকেট একাউন্টে সামর্থ্য অনুযায়ী নানা পেশার মানুষ সহযোগিতা পাঠাচ্ছেন।
মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের মাধ্যমে মেহেরপুরের ৩টি উপজেলায় প্রায় ৩ হাজার কেজির বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মেসডা’র উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার পৌর শহর সহ ৫টি ইউনিয়নের প্রায় সকল গ্রামে মেসডা’র দায়িত্বশীল প্রতিনিধিদের মাধ্যমে অসহায় দুস্থদের বাড়ি বাড়ি যেয়ে পাঁচ শতাধিকের বেশি প্যাকেট ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক এলাকার অসহায় দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেসডা।
ইতোপূর্বে মেসডার পক্ষ থেকে জেলার ৩টি উপজেলাতেই সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণ করা এবং বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার স্প্রে করা হয় হয়েছে। জেলার সকল মুদি দোকান, ঔষধের দোকানের সামনে দূরত্ব বজায় রাখার জন্য গোল চিহ্ন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। মেসডার সচেতনতামূলক কাজের জন্য বিভিন্ন মহল থেকে অনেকে অভিভূত হয়ে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। সহযোগিতার জন্য একটি বিকাশ নাম্বার 01987476241 (পারসোনাল) এবং রকেট নাম্বার 019121417508 দেওয়া আছে।
এ ব্যাপারে মেসডার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজকে সচেতন না হলে আর কবে হবেন? আজকে আপনার সম্পদের সঠিক ব্যবহার না করলে আর কবে করবেন? সময় থাকতে সকলকে নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চটা দিয়ে এগিয়ে আসতে আহবান জানাচ্ছি। মানুষকে সাহায্য করেন, বিনিময়ে অনুরোধ করেন যেন বাড়ির বের না হয়। আর সকলের কাছে অনুরোধ থাকবে, সাংগঠনিকভাবে অনুদান পাঠাচ্ছেন তার ছবি প্রকাশ করতে পারেন কিন্তু দয়া করে যারা সাহায্য নিবে তাদের ছবি তুলবেন না বা ফেসবুকে আপলোড দিবেন না। আসুন আপনি আমি সকলেই সচেতন হয়। এটাও একরকমের যুদ্ধ, তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য।”
করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মেসডার সমন্বয়ক ডা: মোঃ জুয়েল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন-
“সাধারণ হাঁচি কাশি সর্দি জ্বর গলা ব্যথা ইত্যাদি হলে দুশ্চিন্তাগ্রস্থ হবেন না, বরং আপনারা নিজ গৃহে অন্য সদস্যদের থেকে অন্তত ৭-১০ দিন আলাদা থাকবেন। সাধারণ ফ্লু আক্রান্ত হলে এরপর লক্ষণগুলো এমনিতেই কমতে থাকবে, তাই অযথা হাসপাতালে যেয়ে নিজের ঝুঁকি বাড়াবেন না। আর যদি দশ দিন পরেও লক্ষণগুলো না কমে উল্টো আরো বাড়তে থাকে, তবে প্রাথমিকভাবে পরামর্শ গ্রহণের জন্য মেসডার নিম্নে প্রদত্ত চিকিৎসকদের সাথে বিনামূল্যে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন।
ডা: মোঃ জুয়েল রানা ০১৭১৭৪৩২৩৮৭, ডা: মোঃ মাহফুজ খান ০১৭২২২৬১১১৩, ডা: মোঃ তৌসিফ হাসনাইন খান ০১৭৫৮০১৪৯২৮।
এ ব্যাপারে মেসডার মুখ্য সমন্বয়ক লিটন মুন্সির সাথে যোগাযোগ করলে তিনি জানান, করোনার এই সময়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলে একসাথে আত্ম-মানবতার সেবায় কাজ করলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। আমাদের সকলের উচিত নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চটা দিয়ে এগিয়ে আসা৷ মহামারীর এই সময়ে আমাদের সকলকে নিয়ম-নীতি মেনে চলাফেরা করতে হবে। সরকার এবং প্রশাসনকে সাহায্য করার দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের;সে বিষয়ে সকলকে দৃষ্টি রাখতে হবে। সাধারণ মানুষের সেবায় মেসডা আগেও কাজ করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ করবে।”
সাধারণ মানুষের প্রতি মেসডার সদস্যের আহবান- “ঘরে থাকুন, সুস্থ থাকুন। আশেপাশের দরিদ্র মানুষের দিকে সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এছাড়া চাইলে আমাদের মাধ্যমে আর্থিক সহযোগিতার মাধ্যমেও মানব সেবায় নিজেকে নিয়োজিত করুন। আমাদের কার্যক্রম দেখতে নিচের ফেসবুক পেইজ ও গ্রুপ ঘুরে আসতে পারেন।
মেসডা ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/ mesdapage/ মেসডা ফেসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/ groups/mesda/