মেহেরপুর নিউজ:
মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মধ্যে বয়সী পুরুষ সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া সেই ব্যক্তির রক্ত পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি নির্দেশে জেলা প্রশাসনের একটি গাড়ি যোগে রক্ত ঢাকায় পাঠানো হয়েছে। জেলা প্রশাসক মো, আতাউল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য : মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট ও সর্দিজ্বর নিয়ে মধ্যে বয়সী এক পুরুষ রোগী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় । পরে রোগীটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় মেহেরপুরের সিভিল সার্জন মো: নাসির উদ্দীন রোগীর বাড়ি লকডাউন ঘোষনা। এবং পাশ্ববর্তী ১০ বাড়ি প্রশাসনিক নজরদারিতে রাখার নির্দেশনা দেন।