মেহেরপুর নিউজ :
শ্বাসকষ্ট ও সর্দিজ্বর নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে মধ্যে বয়সী এক পুরুষ রুগী। মঙ্গলবার রাতে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
তার বাড়ি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে। গাংনী হাসপাতাল কর্তৃপক্ষ ঐ রুগীকে সেবা দিতে গড়িমশি করছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
শ্বাসকষ্ট ও সর্দিজ্বর নিয়ে ভর্তি হওয়া ঐ রুগীর ছেলে আব্দুর রকিব জানান,রবিবার তার বাবাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছিলো। তারা ভর্তি না নিয়ে জরুরী বিভাগ থেকে ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা নিতে বললে বাড়িতে আনা হয়। কোন ভাবেই স্বাসকষ্ট আর কাশি না কমায় মঙ্গলবার রাত ৯ টায় গাংনী হাসপাতলে নেয়া হয়।
সেখানেও তারা প্রথম দিকে বাবাকে ভর্তি অপারগতা প্রকাশ করলেও পরে নানান দেনদরবার অনুরোধে ভর্তি করা হলেও চিকিৎসা দেয়া হয় রাত সাড়ে ১২ টায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ঐ রুগী ভর্তি হওয়ার পর করোনা আতঙ্কে বেশকয়েকজন রুগী হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
এবিষয়ে কথা বলতে চাইলে গাংনী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মো:রিয়াজুল আলমের ব্যবহৃত মোবাইল ফোনে বুধবার সকাল ৭টা থেকে ৯ টা পর্যন্ত কল দিলে বিজি (ব্যস্ত) থাকায় কথা বলা সম্ভব হয়নি। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তরুরাজ এ বিষয়ে তথ্য জানতে চাইলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত না হয়ে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
মেহেরপুরের সিভিল সার্জন মো: নাসির উদ্দীন জানান, মধ্যে বয়সী ঐ পুরুষ রুগী শ্বাসকষ্ট, জ্বর ও এ্যাজমা নিয়ে ভর্তি হয়েছে। ঐ রুগীর বিষয়ে ঢাকা রোগতত্ত¡,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) যোগাযোগ করে সার্বিক বিষয়ে তাদের অবগত করা হয়েছে। এখন তাদের সিদ্ধান্তের আশায় রয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দেশে করোনা সংক্রমণ সচেতনাতার কারণে ওই রুগিটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়েছে। যেহেতু পরীক্ষা নিরিক্ষা করা হয়নী তাই আতংকের কোন কারন নেই।