মেহেরপুর নিউজ ডেক্স:
দেশে এখন পর্যন্ত ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬জন। সব মিলিয়ে ৬২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। এরমধ্যে করোনা ধরা পড়েছে এই ৩৩ জনের।
সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে ব্রিফ করছে আইইডিসিআর।
৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন ঢাকায়। এরপরই আছে মাদারীপুরে। ব্রিফিংয়ে জানানো জেলাভিত্তিক বিশ্লেষণ:
ঢাকায় (ঢাকা শহর)- ১৫ জন, মাদারীপুরে ১০, নারায়ণগঞ্জে ৩, গাইবান্ধায় ২, কুমিল্লায় ১, গাজীপুরে ১ এবং চুয়াডাঙ্গায় ১।
শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩ জন। তাদের মধ্যে ইতালি থেকে ৬জন, যুক্তরাষ্ট্র থেকে দু’জন, ইতালির বাইরে ইউরোপের অন্যান্য দেশ থেকে ২ জন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন এবং কুয়েত থেকে একজন। বাকি ২০ জন এদের মধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছেন।
ব্রিফিংয়ে ফ্লোরা আরো জানান, হটলাইনের মাধ্যমে পাওয়া মোট কলের সংখ্যা ১৭১৬। এর সবগুলো কলই কভিড-১৯ সংক্রান্ত।
# সূত্র: ভোরের পাতা #