মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সতকর্ততায় মেহেরপুরে বিদেশ ফেরত প্রবাসীদের খোঁজে বাড়ি বাড়ি যাচ্ছেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সকাল থেকে মধ্য রাত পর্ষন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের খোঁজ খবর নিতে দেখা গেছে তাহের। মেহেরপুরের ৩ উপজেলায় গত এক সপ্তাহে ১২শ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে বাড়ি ফিরেছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার কয়েকটি বিয়ে ও সুন্নতে খাৎনা অনুষ্ঠান বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব মতে শুক্রবার সকাল দশটা পর্ষন্ত ৮৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রতি দিনই বাড়ছে এই সংখ্যা।
এদিকে করোনা ভাইরাস সতকর্ততায় জেলা স্বাস্থ্য বিভাগ,জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী মাঠে কাজ করছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় বিদেশ ফেরত এসব মানুষ নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করছেন। তবে এদের মধ্যে কারো শরীরে করোনা উপসর্গ নেই।
মেহেরপুর জেলা স্বাস্থ বিভাগের হিসেব অনুযায়ী আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জেলায় মোট ৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ থেকে ফিরেছেন।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন বলেন, বিদেশ থেকে আগতদেরকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ভাইরাস আছে কি না তা আমরা জানি না। যদি কোন জীবানু থেকে থাকে তাহলে ১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। এজন্য স্বাস্থ বিভাগের কর্মীরা প্রশাসনের সহায়তায় কোয়ারেন্টাইনে রাখতে সক্ষম হয়েছেন।
মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর সৃতি কমপ্লেক্স লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনাথীদের করোনা ভাইরাস সতকর্ততায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও জেলার পর্ষটন স্পট গুলোতে দর্শনাথীদের নিরসাহিত করা হচ্ছে।