তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
নোভেল করোনা ভাইরাসের অজুহাতে কিছু অসাদু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরী করে বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি করে চলেছে। এমন পরিস্থিতিতে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি সাহিদুজ্জামান খোকন নেতাকর্মীদের সাথে নিয়ে বামন্দি বাজার পরিদর্শন করেন।
তিনি শুক্রবার সকালে বামন্দি বাজার পরিদর্শনকালে বাজারের কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির সত্যতা পান। এ সময় তিনি বাজার কমিটির সভাপতি ও সদস্যদের সাথে নিয়ে কয়েকজন পাইকারী ও খুচরা চাল বিক্রেতার সাথে আলোচনা করেন। পরে তিনি ব্যবসায়ীদের চাল ক্রয়ের চালান পর্যবেক্ষণ করেন।
ব্যবসায়ীরা বলেন, চাল বেশী দামে কেনার জন্য বেশী দামে বিক্রী করতে হচ্ছে। পোড়াদহ থেকে আমদানীকৃত চালের চালান মূল্যের সতত্য যাচাই করেন এবং কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে মোবাইল ফোনে দ্রব্য মূল্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।
চাল ছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণ করেন। এমপি সাহিদুজ্জামান খোকনের বাজার পরিদর্শনে এলাকার জনগন সাধুবাদ জানিয়েছেন এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজন হলে টিসিবি কেন্দ্র থেকে ডিলারদের মাধ্যমে বাজারে ছাড়ার প্রস্তাবও দেন তাঁরা।
এমপি সাহিদুজ্জামান খোকন কোন অজুহাতেই দ্রব্য মূল্য বৃদ্ধি, দ্রব্যের কৃত্রিম সংকট তৈরী বা সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারী দেন । তিনি আরো বলেন কোন ব্যবসায়ী নোভেল করোনা ভাইরাসের সুযোগ নিয়ে যদি দ্রব্য মূল্য বৃদ্ধি করে তাহলে তার বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তিনি প্রশাসনের কর্মকর্তাদের মাঠে থাকা ও প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দেন।