এ সময় পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন করোনা ভাইরাসের পর বিদেশ থেকে যারা দেশের বাড়িতে প্রবেশ করেছেন তাদের ব্যাপার আমরা খোঁজখবর নিচ্ছি। পুলিশ সুপার বলেন কিভাবে আমরা মেহেরপুর বাসীকে করনা মুক্ত রাখতে পারি সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের মেম্বার, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সকলে মিলে আমরা একযোগে কাজ করছি। তিনি আরো বলেন, চলতি মাসের ৩ তারিখ থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেহেরপুর জেলায় ১হাজার ২শ জন প্রবাসী মেহেরপুর জেলায় প্রবেশ করেছেন।
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গণি বলেছেন করনা ভাইরাসের কারণে হঠাৎ করে চালের বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে যেটি সম্পূর্ণ অন্যায় কাজ। যে সমস্ত অসৎ ব্যবসায়ী এ কাজ করছেন তাদেরকে আমি এবং পুলিশ সুপার জনগণের পক্ষ থেকে তাদেরকে সাবধান করে দিতে চাই। তিনি বলেন, ইতোমধ্যে যারা মানুষকে ভুল বুঝিয়ে অন্যায় ভাবে জিনিসের দাম বেশি নিচ্ছেন তারা আজকে সেটি শেষ করুন। আজকের পর থেকে আমরা কঠোর মনিটরিংয়ে বের হব। যদি কোন ব্যবসায়ীকে পায় তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর নিউজকে দেওয়ার সাক্ষাতে এ কথা বলেন।