মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর মেয়ে জোয়াঈর তাবাচ্ছুম প্রিয়াংকা বিশ্বাস মুজিব বর্ষ পালন উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় তিনটি বিষয়ে পুরস্কার পেয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় প্রথম, সৃজনশীল রচনা প্রতিযোগিতায় প্রথম এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করার গৌরব অর্জন করেন। জোবায়দা তাবাচ্ছুম প্রিয়াংকা বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার বিশিষ্ট ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাসের একমাত্র নাতনি। পিরোজপুর ইউনিয়ন পোষ্ট মাস্টার মোঃ মাসুদ হোসেন বিশ্বাস ও মোছাঃ সারমিন ফেরদৌসের একমাত্র কন্যা। পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক কামরুজ্জামান পুরস্কার বিতরণ করেন।