মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও অননুমোদিত মিটার ব্যবহার করার দায়ে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড়বাজার ও হোটেল বাজার এলাকায় এ আদালত বসানো হয়। সহকারী কমিশনার মিথিলা দাস ও নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানা গেছে শহরের বড়বাজার এলাকায় রবি স্টোরের মিটারে বিএসটিআই কর্তৃক অনুমোদিত না থাকায় ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। একই দিনে শহরের হোটেল বাজার এলাকায় মামুন স্টরে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বিক্রি করার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ ধারা অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক আল হাসানাত সেখানে উপস্থিত ছিলেন।