ডেস্ক রিপোর্ট,১৪ মার্চ:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা ইউরোরোপের দেশগুলো থেকেও ফ্লাইট আসা বন্ধ করা হয়েছে । সেই সাথে বন্ধ থাকবে দেশের সব স্থলসীমানাও।
আজ শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত সব অন অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে দেশের সব স্থলসীমানাও।
এদিকে, ইতালিফেরত ১৪২ জনের স্বাস্থ্য পরীক্ষায় উপসর্গ না মেলায় আশকোনা ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং সন্ধ্যায় ফেরা ৫৯ জনকে গাজীপুরে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ডিজি হেলথ।