তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে নোভেল করোনা ভাইরাস (২০১৯-হ ঈড়ঠ) প্রতিরোধের লক্ষ্যে প্রস্তুতি ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
সভায় নোভেল করোনা ভাইরাস (২০১৯-হ ঈড়ঠ) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম।
তিনি বলেন নোভেল করোনা ভাইরাস আতঙ্কের গুজবে কান না দিয়ে এ বিষয়ে লব্ধ জ্ঞান সর্বস্তরে ছড়িয়ে দিয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। অহেতুক মাস্ক ব্যবহার আতঙ্ক থেকেও মানুষকে সজাগ করার পরামর্শ দেন তিনি। এ সময় তাঁকে সহযোগিতা করেন আরএমও ডাঃ সাদিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, র্যাব কর্মকর্তা মহসিন আলী, এ ছাড়াও সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।