মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিনের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, আসাফউদ্দৌলা, আব্দুস সালাম, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ। সমন্বয় সভায় সদর উপজেলার ১০৮ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।