গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি::
মুজিব বর্ষ উপলক্ষে কাশিয়ানীতে পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি। সোমবার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকাল ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের নেতৃত্ব উপজেলা থেকে র্যালির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এসময়ে সেখানে সরকারি বিভিন্ন শ্রেণি পেশার কর্মকর্তা,ছাত্র ছাত্রী সহ র্যালিতে অংশগ্রহণ করে। উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি ক্যাম্প বসানো হয়।এখানে তিনটি সেবা প্রদান করা হয়।তরুণদের জন্য সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটার হালনাগাদকরন,ভোটার স্থানান্তর,আইডি কার্ড সংশোধন সংক্রান্ত সেবা প্রদান করা হবে।
পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আপনার যেকোন জিজ্ঞাসার উত্তর দেয়া হবে। এছাড়াও আগামী ৫ মার্চ হতে ১০ মার্চ পর্যন্ত সকল ইউনিয়নে বিনামূল্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।