মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা’র দ্বিতীয় দিনে জুম্মার নামাজ কয়েক হাজার মানুষের অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের আগে থেকেই হাজার হাজার মানুষ সেখানে সমাবেত হতে থাকে। গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে এবারের আঞ্চলিক ইজতেমা শুরু করা হয়।
ইজতেমায় জুম্মার নামাজে অংশ গ্রহন করতে জেলা ও জেলার বাইরের হাজার হাজার ধর্মপ্রান মুসলমান ইজতেমা মাঠে ছুটে আসেন। আগামীকাল শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা ইজতেমা মাঠে এসেছেন। ইজতেমা পরিচালনা কমিটি আশা করছেন আখেরী মোনাজাতে ইজতেমা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী সমবেত হবেন।
শুক্রবার জুম্মার নামাজের আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও পৌর মেয়র মাহফুজুর রহমান বিটন, উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম জুম্মার নামাজ ইজতেমা মাঠে আদায় করেছেন।