মেহেরপুর নিউজ:
মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের উদ্যোগে এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ফ্রেন্ডস ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান এ এল এম জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ বিষয়ক পরিচালক শাহজাদ উদ্দিন, জনসংযোগ বিষয়ক পরিচালক অ্যাডভোকেট মিয়াজান আলী, পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শেখ সোহরাওয়ার্দী।
এর আগে প্রধান অতিথি জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শান্তির প্রতিক কবুতর উড়িয়ে মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এসয় এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্য আনোয়ারুল হক শাহী, আব্দুস সালাম, সৈয়দ এহসানুল কবির আরিফ, আজিজুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।