বাল্যবিবাহ মুক্ত মেহেরপুর জেলা দিবস উপলক্ষে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়।
বৃহস্পতিবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিচালক আল-আমিন ইসলাম বকুল, উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, সহকারি শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।
এর আগে সকালে বাল্যবিবাহ জেলা দিবস উপলক্ষে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীন এর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা টি জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা অন্যদের মধ্যে উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুলসহ বিপুল পরিমাণ শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।