মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই:
মেহেরপুর জেলা সার্বজনিন পূজা কমিটির উদ্যোগে শনিবার রাতে মেহেরপুর শ্রী শ্রী হরিসভা মিলনায়তনে বিশ্ব ও মানব কল্যাণ কামনায় একাদশ বার্ষিকী ৩২ প্রহর ব্যাপি অখন্ড শ্রী শ্রী তারক ব্রষ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান অধিবাস ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩২ প্রহর ব্যাপি অখন্ড শ্রী শ্রী তারক ব্রষ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম শফি। বক্তব্য রাখেন অ্যাড. পলভ ভট্টাচার্য, অভিজিৎ বসু, শ্বাশত নিপ্পন চক্রবর্তী প্রমুখ।
