মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী লাম্মির সততাই নবম শ্রেণীর ছাত্রীর জুই ফিরে পেল তার পায়েল। রবিবার এ ঘটনা ঘটে।
জানা গেছে মাদ্রাসা মাঠে খেলা করার সময় প্রথম শ্রেণীর ছাত্রী লহ্মী একজোড়া পায়েল কুড়িয়ে পায়। পরে কুড়িয়ে পাওয়া পায়েল জোড়া লাম্মি মাদ্রাসার অধ্যক্ষের কাছে জমা রাখে। পরে খবর পেয়ে জুই আর অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে প্রমান সাপেক্ষে তার পায়ের ফেরত দেওয়া হয়। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন জুই এর কাছে পায়েল ফিরিয়ে দেন।