মেহেরপুর নিউজ:
আশা মেহেরপুর জেলার উদ্যোগে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আশা কেন্দ্রীয় ডিরেক্টর (প্রোগ্রাম) মোহাম্মদ আবু হাসনাত চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, জয়েন্ট ডেপুটি ডিরেক্টর( প্রোগ্রাম) মোহাম্মদ শেখ ওবায়দুল্লাহ, সিনিয়র শিক্ষা কর্মকর্তা মোঃ জসিম আহমেদ, বিভাগীয় ব্যবস্থাপক উত্তম কুমার ভৌমিক, ওমর ফারুক প্রমুখ। সেমিনারে জানানো হয় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি ২০১১কাল থেকে বাস্তবায়ন করছে। বর্তমানে আশা ৬৪ টি জেলায় ১২৫০ টি ব্রাঞ্চের ১৮৯৫০ টি শিক্ষা কেন্দ্রে ১৮৯৫০ জনশিক্ষা সেবিকার মাধ্যমে দরিদ্র পরিবারের সন্তান যারা শিশু প্রি-প্রাইমারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের পাঠদানের সহায়তা প্রদান করছে।