মেহেরপুর নিউজ:
বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র চলমান পি-৭০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে জেলা সংযুক্তির অংশ হিসাবে ৮ জনের একটি দল মেহেরপুর পৌঁছেছেন।
রবিবার বিকেলে তারা মেহেরপুর এসে পৌঁছালে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের পক্ষে শুভেচ্ছা জানানো হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান , সহকারি কমিশনার রাকিবুল ইসলাম, মিনহাজুল ইসলাম, মিথিলা দাস, নাহিদ হোসেন, জেসমিন আক্তার, মাহমুদুল হাসান, সেখানে উপস্থিত ছিলেন।
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জন্য যে ৮ জন সদস্য মেহেরপুরে এসেছেন তারা হলেন সহকারি কমিশনার আনিসুর রহমান, এন সাইফুল্লাহ, সহকারী কর কমিশনার তনুশ্রী চন্দ্র, মুনিয়া সিরাত, সহকারি পুলিশ সুপার বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরীদ, ভেটেরিনারি সার্জন ডাক্তার রাসেল আহমেদ, কৃষি কর্মকর্তা সঞ্জয় হালদার এবং সহকারী প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা তকদির হোসেন।