মেহেরপুর নিউজ:
মেহেরপুরর মেয়ে অপরাজিতা অর্পিতার তিনটি বই প্রকাশিত হচ্ছে এবার অমর একুশে গ্রন্থ মেলায়। বই তিনটি যথা ক্রমে “অব্যক্ত হৃৎকথণ” “শব্দের বেখেয়ালি আঁচড়” ও “অপ্রেমের অদ্ভুত আলাপ”
“শব্দের বেখেয়ালি আঁচড়” ও “অব্যক্ত হৃৎকথণ” কাব্য গ্রহন্থটি ২০১৯ এ প্রকাশিত অনুগল্প সংকলন। এ বই দুটি আগামী প্রকাশনী প্যাভিলিয়ন নং -১ এ পাওয়া যাবে। “অব্যক্ত হৃৎকথণ” কাব্য গ্রহন্থটির মূল্যঃ ৩০০ টাকা। অপ্রেমের অদ্ভুত আলাপ কাব্যগ্রন্থটির মূল্যঃ ২০০ টাকা। আপর দিকে বেখেয়ালি আঁচড় কাব্যগ্রন্থটি নহলী প্রকাশনীর ৩৭২ নং স্টলে পাওয়া্ যাবে। বইটির মূল্য ১৮০ টাকা।
অপ্রেমের অদ্ভুত আলাপ কাব্যগ্রন্থর সংক্ষেপঃ “আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে”। জীবনের কোন না কোন সময়ে অল্প কিছুক্ষণের জন্য হলেও মানুষ প্রেমে পড়ে কিংবা প্রেম এসে পড়ে আমাদের উপর। চলতি পথে হঠাৎ দেখা কারো উপর, রঙিন পর্দা কাঁপানো কোন রঙিন মানুষ, ছেলেবেলার পাশের বাসার পরিচিত কোন মুখ কিংবা তুমুল ভাললাগার কারো প্রেমে পড়ি আমরা। কখনো সেই প্রেম হুট করেই হারিয়ে যায়। কোন অপ্রেম আমাদের কষ্ট দিয়ে চলে যায় যার ক্ষত রয়ে যায় আজীবন। এমন কিছু প্রেম ও অপ্রেমের কবিতা নিয়ে সাজানো কাব্যগ্রন্থ “অপ্রেমের অদ্ভুত আলাপ”
অব্যক্ত হৃৎকথণ অনুগল্প সংকলনের সংক্ষেপঃ কিছু কিছু কথা থাকে, যা একান্ত গোপন। কিছু কথা যায় না বলা। কিছু অনুভূতি খুব নিবিড়, যা চাইলেও বলা যায় না। কেবল অনুভব করা যায়। কখনো কোন অনুভূতিতে আমাদের মন দুলে ওঠে আনন্দে, কখনো ভেঙে পড়ে হতাশায়। আবার আশার নতুন আলোয় জেগে ওঠে মন। রচিত হয় অনেক ছোট ছোট গল্পের। এমনই সব গল্পের সমাহার “অব্যক্ত হৃৎকথণ”
শব্দের বেখেয়ালি আঁচড় কাব্যগ্রন্থ সংক্ষেপঃ লিখতে লিখতে কিছু লেখা প্রাণ পেয়ে যায়। কিছু লেখা ছন্দ হয়, আবেগ আর আশ্বাস কুড়ায়। ভাললাগা আর ভালবাসায় মোড়ানো এমন লেখা হৃদয়ের সবটুকু উড়ান জয় করে নেয়। কবিতার পপংক্তিতে ঠাঁই পাওয়া শব্দেরা মনের অনুভূতি নিয়ে করে কাব্যের মিছিল। ঘুমন্ত স্বপ্নের ঠিকানাবিহীন রাজ্য ছেড়ে সেই সব কাব্যেরা স্থান করে নেয় স্পষ্টত দৃশ্যলোকে।
অপরাজিতা অর্পিতার বই তিনটি অমর একুশে গ্রন্থ মেলা-২০২০ সফলতা কামনা করছে মেহেরপুর নিউজ পরিবার ও অরণি থিয়েটার।